পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্তরে ৭৩টি ক্বওমী মাদ্রাসা ও ১৩টি আলীয়া মাদ্রাসার ৭৫০জন শিক্ষার্থীগণ ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতায় অংমগ্রহণ করেন। শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হামদ নাত, কেরাত ও উপস্থিত বক্তব্য উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন করেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির।
এসময় বোদা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা ওলামা দলের আহবায়ক মো. হকিকুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির বলেন, দেশের উন্নয়ন তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি এবং কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। তারুণ্যের উৎসবের মতো আয়োজন তরুণদের অনুপ্রেরণা যোগায় এবং তাদের উন্নয়নমুখী উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করে।