অনুপ সিংহ, নোয়াখালীঃ
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে সোনাইমুড়ী উপজেলা মাইক্রোবাস চালক সমিতির শুভ সূচনা করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ইমা প্লাজার ফিদা কনফেকশন হলে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সমিতির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যরা তাদের বক্তব্যে সোনাইমুড়ী বাজারে মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপন করার দাবী জানান। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ অহিদ উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান বাহার, কুমিল্লার নুর মহল হোটেলের জিএম মোঃ নজরুল ইসলাম নজির, হোটে ম্যানেজার সোহেল, সোনাইমুড়ীর বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন হিরন, ইঞ্জিনিয়ার নোমান, সমিতির সভাপতি মোঃ সেলিম, সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভুঁইয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্য বৃন্দ।