রাজিবুল হাসান, নীলফামারী থেকে ফিরেঃ
নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রব্রতী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান নূর। বিশে ষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মমতাজুল হক,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি কৃষিবিদ মোঃ আবদুস সালাম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক,মুহাম্মদ আরিফুর রহমান টিটু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ সদস্য মোঃ তৈহিদুর রহমান সেলিম, রাজিবুল হাসান, অ্যাড. আয়মুল হাসান সুমন। এ ছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে হত্যাকারীদের সকলকে ধরে এনে রায় কার্যকর করার জোর দাবী জানান। এবং এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সংগঠনকে সু-সংগঠিত করার তাগিদ দেন।