সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি◊◊
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড আটি-ওয়াবদা কলোনী বউবাজার এলকাবাসীর দীর্ঘদিনের পানির সংকট সমাধানে ২টি নতুন নলকূপ উদ্বোধন করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুর উদ্দিন মিয়া। গতকাল (২৫ নভেম্বর) শুক্রবার বেলা ১২ টায় নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর বরাদ্দকৃত ১টি সাবমারসিবল নলকূপ সুইচ টিপে উদ্বোধন করেন কাউন্সিলর আলহাজ্ব নুর উদ্দিন মিয়া। মোল্লাবাড়ি সংলগ্ন রাস্তার পাশে কাউন্সিলর নুর উদ্দিন মিয়ার নিজ অর্থায়নে স্থাপিত অপর একটি নতুন সাবমারসিবল নলকূপ তিনি উদ্বোধন করেন। ঘনবসতিপূর্ণ বউবাজার এলাকার স্থানীয় অধিবাসীরা জানান ভূমি পল্লীতে স্থাপিত ওয়াসার পাম্প থেকে এই এলাকায় পানি সরবরাহ করা হতো। হঠাৎ ওয়াসার পাম্প বিকল হয়ে গেলে এলাকাবাসীর মাঝে তীব্র পানি সংকট দেখা দেয়। পানির অভাবে নাওয়া খাওয়া সহ এলাকাবাসীর নিত্যদিনের সকল কর্মকান্ড স্থবির হয়ে যায় । এলাকাবাসীর পানির সমস্যার কথা জানতে পেরে আলহাজ্ব নুর উদ্দিন মিয়া এলাকাবাসীর পাশে এসে দাঁড়ান । তিনি নিজ উদ্যোগে ও সিটি মেয়র থেকে বরাদ্দকৃত নলকূপ স্থাপন করে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করেন ।এছাড়া তিনি বিভিন্ন বাড়িওয়ালাদেরকে যৌথভাবে নলকূপ বসানোর পরামর্শ দিতে থাকেন। আলহাজ্ব নুর উদ্দিন মিয়া বলেন, এলাকাবাসীর পানির সমস্যা সমাধানে আমি মেয়রকে অবহিত করার পর পরই তিনি এলাকাবাসীর জন্য একটি সাবমারসিবল নলকূপ বরাদ্দ করেন এবং আমার নিজ উদ্যোগে নিজ অর্থায়নে একটি সাবমারসিবল নলকূপ বউবাজার এলাকার মানুষের পানির অভাব পূরণে বসিয়েছি । এলাকাবাসীর যাতে কোন পানি সমস্যা না হয় পর্যায়ক্রমে আমি আরো নলকূপ বসানোর চেষ্টা করব। ৪ ,৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম সহ বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, মোঃ কবির হোসেন ,সালামত উল্লাহ, আব্দুল কাইয়ুম ,আব্দুল মান্নান ,সেলিম মোল্লা, শিউলি বেগম সহ এলাকাবাসী নলকূপ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন।
Tags: নাসিক