নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে দুটি অভিযানে ২১ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।গতকাল (১১ জুলাই) রবিবার রাতে র্যাব-১১’র পৃথক ২টি আভিযানে ফতুল্লা থানাধীন দক্ষিন কায়েমপুর এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েত নগর কুতুবপুর এলাকায়।অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদি সর্বমোট ২৮১৪০ টাকা উদ্ধারসহ ২১ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলোঃ
শ্রী সবুজ মন্ডল @ রিপন (২৭), জেলা-নরসিংদী, মোঃ সুমন হোসেন (৩৮), জেলা নারায়ণগঞ্জ, মোঃ দেলোয়ার হোসেন (৪০), জেলা-নারায়ণগঞ্জ , মোঃ সেলিম @ রহিঙ্গা (৪২), জেলা নারায়ণগঞ্জ, মোঃ শামীম (৫০), জেলা নারায়ণগঞ্জ, মোঃ রনি @ স্বপন (২৯), জেলা নারায়নগঞ্জ, রিপন (৪০), জেলা-নারায়নগঞ্জ, হাফিজুর (৪২), জেলা নারায়ণগঞ্জ, মোঃ নাদিম (২৮), জেলা নারায়নগঞ্জ, মোঃ রতন মৃধা (৩৪), জেলা-নারায়নগঞ্জ, মোঃ মনিজল (৪২), জেলা নারায়নগঞ্জ, মোঃ তাজেল (২৮), জেলা নারায়নগঞ্জ, মোঃ আমজাদ শেখ (৩২), জেলা নারায়নগঞ্জ, মোঃ মনির হোসেন (২৮), জেলা-নারায়নগঞ্জ,মোঃ বাহাউদ্দিন (৩০), জেলা-নারায়নগঞ্জ,মোঃ হাসান (২৬), জেলা-নারায়নগঞ্জ, মোঃ মানিক (২৫), জেলা-নারায়নগঞ্জ, মোঃ শহিজল (২৫), জেলা নারায়নগঞ্জ, মোঃ মোশারফ হোসেন (৪৪), জেলা নারায়নগঞ্জ, মোঃ আবুল কালাম (৩৮), জেলা নারায়নগঞ্জ ও কালাম (৩৪), জেলা-নারায়নগঞ্জ।
অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিন কায়েমপুর এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েত নগর কুতুবপুর এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কমাঃ মাহমুদুল হাসান জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।