আব্দুল হালিম নিশাণ♦♦
নারায়ণগঞ্জ পুলিশ লাইনস্ সভা কক্ষে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত করা হয়।
গতকাল (৪ নভেম্বর) শনিবার বিকাল ৪ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২৩’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।
এসময় প্রায় শতাধিক পুলিশের উপস্থিতিতে প্রথমে র্যালী ও একঝাঁক মিউজিসিয়ানদের সূরের ধ্বনি বাজিয়ে সভা কক্ষে পৌঁছান তারা।
এসময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল(পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সি-সার্কেল) ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: মামুন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ও সদস্য-মোহাম্মদ সাইমুন ইসলাম(বীর মুক্তিযোদ্ধা সন্তান) সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ।