নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি♦♦
ময়মনসিংহের নান্দাইলে গ্রামবাংলার ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
চরশ্রীরামপুর আনন্দবাজার ব্যবসায়ী ও যুব সমাজ উদ্যোগে শেখ রাসেল স্মরণে
শনিবার (৬ জুলাই) বিকালে চরবেতাগৈর ইউনিয়নে চরশ্রীরামপুর আনন্দবাজার মাঠে হা-ডু-ডু টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টের সভাপতি মো.চাঁনু মিয়ার সভাপতিত্বে হা-ডু-ডু খেলায় নান্দাইল উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফাইনাল খেলার উদ্বোধন করেন।
খেলায় নান্দাইল উপজেলার চেৈতনখালি ফরাজি একাদশ ১৪-৪ পয়েন্টে উপজেলার চরকোমরভাঙ্গা একাদশ হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
হা-ডু-ডু খেলায় হাজার হাজার দর্শকের উল্লাসে মুখরিত ছিল খেলার মাঠ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেন। খেলার মাঠ উপচে গাছের ডালে উঠে এ খেলা উপভোগ করেন। উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দলে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের খ্যতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল আলম রাসেল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আব্দুল মজিদ,ইউপি
চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন,মো.শাহাব উদ্দিন ভুঁইয়া,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার,স্থানীয় চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার প্রমুখ।
টুর্নামেন্টেের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ষাড় প্রদান করা হয়। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।