আরিফুজ্জামান আরিফ,ঠাকুরগাঁও◊◊ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকাল ৫টায় রুহিয়া রিপোর্টার্স ইউনিটি অফিসে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক আমার সংবাদ পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি আব্দুল কাদের জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত প্রবীণ সাংবাদিক আলহাজ্ব সাইফুল্লাহ বলেন, পত্রিকাটি ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করেছে এবং পত্রিকাটি সব সময় সৃজনশীল সংবাদ প্রকাশ করে ও সমাজের অসহায় মানুষের কথা বলে। আগামীতে পত্রিকাটি আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে এমনটাই আশা করি।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আজকের বিজনেস বাংলাদেশ ও দৈনিক সকালের কাগজ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ, দৈনিক গণকণ্ঠ ও যুগের আলো পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশবাংলা রুহিয়া থানা প্রতিনিধি আল ফয়সাল অনিক, আজকের নতুন খবর জেলা প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান আকাশ, আলাল হোসেন প্রমুখ।