নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে কোভিড-১৯ সংক্রমনে অসুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নরসিংদীতে ১০ টি অক্সিজেন সিলিন্ডার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ছাইদুর রহমান সরকার (ছন্দু মিয়া) এর নামে প্রতিষ্ঠিত ছাইদুর রহমান সরকার (ছন্দু মিয়া) ফাউন্ডেশনের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শিক্ষাবিদ আলহাজ¦ ফাইজুর রহমান সরকার (বাছেদ সরকার)। আজ নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস মোকাবেলা সংক্রান্ত নরসিংদী জেলা কমিটির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম ও রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদীর এনডিসি মেহেদী হাসান কাউসার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু কাউসার সুমন, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন, সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক মিয়া প্রমূখ। ছাইদুর রহমান সরকার (ছন্দু মিয়া) ফাউন্ডেশনের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শিক্ষাবিদ আলহাজ¦ ফাইজুর রহমান সরকার (বাছেদ সরকার) বলেন, মানুষের জীবনযাত্রার মান খুবই নাজুক হয়ে পড়লে, বিগত দিনের ন্যায় এবারও ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফাইজুর রহমান সরকার (আঃ বাছেদ) আমার বড় ভাই ছিন্নমুল দু:স্থ অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। দেশের এ ক্রান্তিকালে কর্মহীন মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বৃত্তবানরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, নামাজ রোজার পাশাপাশি, সাধ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পরা মানুষগুলোকে দান খরাত ও সাহায্য সহয়োগিতা করতে হবে। মানব সেবা করলে দেশের সমাজের মানুষ হক আদায় করা সম্ভব হয়। মানব সেবা একটি ভাল ধর্ম। মানব সেবা করলে আল্লাহ তার রাসুলকে পাওয়া যায়। সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে সমাজের উন্নয়নমূলক কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর কাছে সৎ সাহসি দক্ষ রাজনীতিক সংগঠক হিসেবে এলাকায় আওয়ামী লীগের সংগঠন প্রতিষ্ঠা করতে অনেক অবদান রেখেছেন। তিনি উন্নয়নমূলক কাজের জন্য সাহসি ভুমিকা রাখায় এ দেশের মানুষ সারাজীবন তাকে স্মরন করবে। তার উন্নয়নমূলক কাজের ধারা অব্যহত রাখতে ছেলে-মেয়েরাও উন্নয়নমূলক কাজ করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে ছিল সব সময়। প্রয়াত সাইদুর রহমান সরকার ছন্দু মিয়ার ঐহিত্য ধরে রাখতে তার সুযোগ্য সন্তানরা এলাকার উন্নয়ন করে সুনাম অর্জন করেছেন।তিনি আরো বলেন, দান খরাত ছাড়াও এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আমার পরিবারের পক্ষ থেকে যারা সব সময় অবদান রেখে যাচ্ছে তারা হলেন- বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাবাজন স্থানীয় সরকার এলজিইডি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোকলেছুর রহমান সরকার ফরিদ এর সহধর্মীনি পাসপোর্ট বিভাগে অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়া, বাঁশগাড়ী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ নজরুল ইসলাম ও সদস্য আলহাজ সালেহা ইসলাম ।