মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদী মাধবদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক লেগুনার নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও ৮ যাত্রী। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিলো। এসময় বিপরিত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এদের মধ্যে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে তার নাম চান মিয়া(৬০) বাড়ি গাজিপুর জেলার কালিগঞ্জ বাকি দুই জনরে পরিচয় পরিচয় পাওয়া যায়নি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার তিনজন নিহত হয়েছে। আরো অন্তত ৮ আহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বিস্তারিত তথ্য ও নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।