নরসিংদী প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচী এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে (১২ ডিসেম্বর) নরসিংদী মুক্ত দিবস (বিজয়) পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত্বে ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ জনসাধারণ। এরপর জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী জেলা সেক্টর কমান্ডার প্রধান আব্দুল মোতালিব পাঠান, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। এছাড়া নরসিংদীর ৬ উপজেলার থানা কমান্ডারগণও অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা আজ গর্বিত যে, তারা বঙ্গবন্ধুর মত একজন দেশ নেতা পেয়েছিলেন এবং তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পেয়ে আজ ধন্য। আমাদের মুক্তিযুদ্ধে নরসিংদী জেলার বিশেষ অবদান রয়েছে। নরসিংদীকে ভিত্তি করেই রাজধানীর ঢাকাকে মুক্ত তথা দেশকে শত্রুমুক্ত করা হয়। আর ভারতের সার্বিক সহযোগিতা আমাদেরকে ঋণী করে রেখেছে।