নিজস্ব প্রতিবেদক◊◊
সোশ্যাল মিডিয়া সহ সারাদেশে আলোচিত ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়ার কফিনবন্দি লাশ সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে নেওয়া হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে করে নেওয়া হয় মাগুরার গ্রামের বাড়িতে। দুদফা জানাজা শেষে পরে গ্রামের বাড়িতে শিশুটিকে দাফন করা হয়।
সামরিক হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মাগুরায়।
ধর্ষণের শিকার মাগুরার শিশুটির লাশ গ্রামের বাড়ি নিয়ে যেতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নেওয়া হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মাগুরায়। সেখানে নিয়ে গেলে স্বজনদের আহজারি।
মাগুরায় তাঁর নিজ গ্রামে শিশুটির লাশ শ্রীপুর উপজেলার জারিয়ায় গ্রামের বাড়িতে পৌঁছালে বৃহস্পতিবার রাতে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
কফিনের পাশে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। তাকে শান্তনা দেওয়ার চেষ্টায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ধর্ষণের শিকার শিশুটির লাশ তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার উড়ন্ত একটি চিত্র।