নিজস্ব প্রতিবেদক◊
দেশে উন্নত বা আধুনিক প্রযুক্তি মানের একটি প্রথম ‘মাল্টি-ডিসিপ্লিনারি অ্যান্ড সুপার স্পেশালাইজড হাসপাতাল, উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১৪ সেপ্টেম্বর) বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে এ হাসপাতালের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাইভস্টার মানের বিশেষায়িত এই হাসপাতালে থাকবে আধুনিক পরীক্ষা-নিরীক্ষাসহ নানান সুবিধা। আর খরচও থাকবে সাধারণের নাগালে।
সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশেষজ্ঞসহ মোট ৩’শ চিকিৎসক ও ১২’শ স্বাস্থ্যকর্মী কাজ করার কথা রয়েছে।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৮০ জন চিকিৎসকসহ মোট ১৪০ জন নার্স ও কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ২২ জন চিকিৎসকসহ ৪৬ জন কোরিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন।
হাসপাতালটি নির্মাণে এক হাজার ৩’শ কোটি টাকার মধ্যে দক্ষিণ কোরিয়া দিয়েছে এক হাজার কোটি টাকা। এ ঋণ ৪০ বছর মেয়াদি। তবে প্রথম ১৫ বছর কোনো টাকা পরিশোধ করতে হবে না। তারপর থেকে ০ দশমিক ১ শতাংশ সুদে এ ঋণ শোধ করতে হবে।