লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিস ২১-২২ অর্থবছরে রাজস্ব আয়ের নতুন রেকর্ড গড়েছে।
তুষ ভান্ডার সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব আদায় করেছেন ৬ কোটি ৯০ লক্ষ ৫৭ হাজার ২২৮ টাকা। যাহা ২০২০-২১ অর্থবছরের চেয়ে ১৩ লক্ষ ৭২ হাজার ২৮৪ টাকা বেশি।
জুলাই ২০২১ মাসের রাজস্ব আদায় ২৫ লক্ষ ১৩ হাজার ৬৪১।
আগস্ট ২০২১ মাসের রাজস্ব আদায় ৫২ লক্ষ ৫৪ হাজার ৯২২। সেপ্টেম্বর ২০২১ মাসের রাজস্ব আদায় ৬৯ লক্ষ ৪৭ হাজার ৫০৬। অক্টোবর ২০২১ মাসে রাজস্ব আদায় ৫১ লক্ষ ৭৭ হাজার ২৪৯। নভেম্বর ২০২১ মাসে রাজস্ব আদায় ৫১ লক্ষ ৯৪ হাজার ২৬১। ডিসেম্বর ২০২১ মাসে রাজস্ব আদায় ৬৪ লক্ষ ২ হাজার ৯৮৬। জানুয়ারি ২০২২ মাসে রাজস্ব আদায় ৬৬ লক্ষ ৫২ হাজার ৪৭৯। ফেব্রুয়ারি ২০২২ মাসে রাজস্ব আদায় ৪৮ লক্ষ ৫৫ হাজার ৮৪৩। মার্চ ২০২২ মাসে রাজস্ব আদায় ৫৯ লক্ষ ১৪ হাজার ৩৩৭। এপ্রিল ২০২২ মাসে রাজস্ব আদায় ৩৯ লক্ষ ৮৫ হাজার ৫৪৩। মে ২০২২ মাসে রাজস্ব আদায় ৪৩ লক্ষ ৪৭ হাজার ৬১৪। জুন ২০২২ মাসে রাজস্ব আদায় এক কোটি ১৮ লক্ষ ১৯ হাজার ৮৪৭ টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে তুষভান্ডার সাব-রেজিস্ট্রার রাশেদুজ্জামান বলেন, আমি দায়িত্ব পালন করা কালীন সময়ে নাগরিক সেবার মান উন্নয়নের পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে লক্ষ্য রেখে কাজ করছি।
অফিস স্টাফদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সমস্ত অফিস সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি রাজস্ব আদায়ে সার্বিক সহযোগিতার জন্য অফিস স্টাফ, নকল নবিশ, দলিল লেখক এবং কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।