নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,’মিলিয়াম যুগের তরুণ-তরুণীদের সৃজনশীল কাজ করার প্লাটফর্ম তৈরি করে দিতে হবে। তারা খুবই মেধাবী কিন্তু চঞ্চল। সাংস্কৃতিক কার্যক্রমে নতুন প্রজম্মকে সম্পৃক্ত করতে পারলে তাঁদের মনন ও চিন্তার জগত আরও সৃজনশীল ও অসাম্প্রদায়িক হবে।’
শনিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ‘মিউজিক অফ বেঙ্গল’-এর প্রথম অডিও এ্যালবাম “মহাকবি”র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও দেশপ্রেম বার বার নতুন প্রজন্মের কাছে নিয়ে আসতে হবে। তা কবিতা, নাটক, গান বা অন্য যে কোনো মাধ্যমেই হতে পারে। ‘মহাকবি’ শীর্ষক এই এ্যালবামের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এধরণের সৃষ্টিশীল কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আগামীতেও সহযোগিতা করবে।
‘মিউজিক অফ বেঙ্গল’-এর চেয়ারম্যান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দীক, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সঙ্গীত পরিচালক শেখ সাদী খান ও স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বক্তব্য রাখেন।