নিজস্ব প্রতিবেদক◊◊
ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সায়েম শাহিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলুল করিম বাদল।
গত (১৫ ডিসেম্বর) নির্বাচনী তফসিল অনুযায়ী ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়। নিবার্চন কমিটির সভাপতি মঞ্জুরুল কবির সাক্ষরিত এক পত্রে এ ঘোষণা করা হয়।
এ দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে চলে ভোট গ্রহণ। পরবর্তীতে হাতি প্রতীক নিয়ে ২৯১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন আবু সায়েম। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী হাজী আলী আহমেদ ছাতা প্রতীকে পেয়েছেন ১২১ ভোট।
এদিকে গোলাপফুল প্রতীকে ৩০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলুল করিম বাদল। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ফিরোজ খান আনারস প্রতীকে পেয়েছেন ৫ ভোট। এবারের নির্বাচনে মোট ২৪ জন প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পদে অংশগ্রহণ করেছেন। এদের মাঝে নির্বাচিত হয়েছেন ১২ জন।
Tags: ঢাকা