ডেমরা (ঢাকা) প্রতিনিধি◊◊
রাজধানীর ডেমরায় ৩ তলা একটি ভবনের ছাদে টিনসেড দু’টি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই ঘরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে হাজীনগর এলাকায় হাজী মোখলেসুর রহমানের ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পরে আধা ঘন্টার মধ্যে আগুন নির্বাপন হয়। এ সময় ওই ঘরে থাকা ১ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পারলেও ২০ হাজার টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।
এছাড়াও ঘরে থাকা অন্যান্য আরও কিছু কাঠ ও বাঁশ পুড়ে নষ্ট হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিস না পৌঁছালে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তো। ভবনের ওই ছাদে একটি রুমে আগে বানিজ্যিক ভাবে কবুতর পালা হতো ও একটি রুমে মেহমান আসলে থাকতেন। বর্তমানে ওই ঘরগুলো স্টোররুম হিসেবে ব্যবহার হতো।