টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে প্রাক্তন স্বাধীনতা ভবনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের পরিকল্পনায় নির্মিত হয়েছে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ‘। এতে বিখ্যাত আলোকচিত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, নাইব উদ্দিন আহমেদ,মোহাম্মদ তকীয়ুল্লাহ,রশিদ তালুকদার, রবীন সেনগুপ্ত, নীতিশ রায়, পল কনেট, টাইম ম্যাগাজিন, অঞ্জলি লাহরীর দেওয়াল চিত্রসহ অনেক গুণী আলোকচিত্রীর বেশ কিছু ছবি স্থান পেয়েছে ।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ‘ এর শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি মহান স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা করছিলো। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রেণীর পাঠ্যবই সহ সকল স্থানে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাসকে সঠিক ও নির্ভুলভাবে জাতির কাছে তুলে ধরেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন , উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত মুক্তিযোদ্ধাগণ সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।