নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল সদর পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজাকে গত ২১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড জনতা ব্যাংকের সামনে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং দুই হাত কেটে ফেলে। অতঃপর তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২৪ নভেম্বর বুধবার বিকাল ৪ টা ২০ মিনিটে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে রেজাউল করিম রেজা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।