কয়রা প্রতিনিধি♦♦
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, “ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও মানুষের মন থেকে তাঁকে মুছে ফেলতে পারেনি। বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত দিন মানুষের মনে বেঁচে থাকবে। তাঁকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ ও দেশের উন্নয়ন বিরোধী সকল অপশক্তিতে রুখে দিতে হবে।”
তিনি আরও বলেন, “দলীয় প্রতিদ্বন্দ্বীকে শায়েস্তা করতে গিয়ে এতদিন যারা জামায়াত শিবির নামক কাল সাপকে দুধ কলা দিয়ে পুষেছেন তারা সতর্ক হোন, জামাত বিএনপির এই সাম্প্রদায়িক শক্তি সব সময় সুযোগ খোঁজে তাদের বিষদাঁত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোবল দিতে। জামাত বিএনপির সাম্প্রদায়িক শক্তির হামলা থেকে দেশকে এবং আওয়ামী লীগকে রক্ষা করতে হলে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কয়রা প্রেস ক্লাবের নিচে (তিন রাস্তার মোড়ে) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাড: মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসএম আসাদুজ্জামান নূর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, দপ্তর সম্পাদক মো. আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজি কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আল আমিন ফরহাদ, জাহাঙ্গির হোসেন, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, শাহ নুর মোহাম্মাদ, তৈয়েবুর রহমান,তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গির হোসেন, মিজানুর রহমান মিজান, ইমরান হোসেন জ্যাকি, ইমদাদুল হক টিটু, লুৎফর রহমান, অর্জুন সরকার বলয়, আকতারুল ইসলাম,হুমায়ুন কবির নিউটন, সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিংকু, আমিনুল হক বাদল সহ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সকল ইউপি চেয়ারম্যান সহ সকল স্তরের হাজার হাজার নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে কয়রা ডাকবাংলোর সামনে থেকে সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু’র নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঐতিহাসিক শোক র্যালি বের হয়ে কয়রা সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পরে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। শোক র্যালি জনসমুদ্রে পরিণত হয়।