মো: মুক্তার হোসেন, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী দূর্গাপুর ৩নং ইউনিয়নের তেবিলা হাইস্কুল মাঠ প্রঙ্গনে জাতীয় শোক দিবস ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই আলোচনা সভার সভাপতি তো করছেন তেবিলা হাইস্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি মো মোজ্জাহার আলী, আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫(পুঠিয়া -দূর্গাপুর) আসনে মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মুনসুর রহমান এমপি।
আলোচনা সভাতে এমপি মহাদয় উপস্থিত থাকায় নেতাকর্মী এলাকার উন্নয়নের কথা গুলো তুলে ধরেন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ধরনের সমস্যা কথায় তুলে ধরেন,
এই সব সকল কথা মননীয় এমপি মহাদয় মেনে নিয়ে বলেন, যে কোনো নেতাকর্মী যদি আমার সাথে দেখা করতে গিয়ে আজ প্রজন্ম দেখা না করে কেউ বাসা ফেরত আসেনি এমন কেউ নেই, আমাকে কে যদি একবার ফোন দে, নেতাকর্মী না শুধু একজন সাধারণ মানুষ যদি আমাকে ফোন দে তাহলেই আমি কথা বলি ও তার সমস্যা কথা শুনি ও তার সমাধান করার চেষ্টা করি,
এমপি মহাদয় আরও বলেন যে আমাদের দূর্গাপুর থানায় ৭ টি ইউনিয়ন ও প্রতি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড, আর এই সকল ওয়ার্ড থেকে ৩০ থেকে ৩৫ জন করে আওয়ামী লীগের নেতাকর্মী নাম ও মোবাইল নাম্বার নিয়েছি, ও তাদের সাথে আমি নিজে কথা বলে তাদের এলাকার খুস খবর রাখি।যেসব এলাকায় রাস্তার সমস্যা রাস্তা করে দিয়েছি ও আরো করে দিবো প্রতিটি ইউনিয়ন সকল ইস্কুলে ৪ তালা ভবন করে দেবার চেষ্টা করবোআর সে সময় এমপি মহাদয় ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান ও খোরশেদ আলম, তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী মধ্যে উপস্তিত ছিলেন আবদুল হানিফ সরদার, মোজ্জামেল মোল্লা, ভাষান আলি, মোছা আসমা বেগম , কৃষিক লীগের সাবেক সভাপতি ডাঃ আকরাম আলী, ৩নং ইউনিয়নে যুগ্ম সম্পাদক ইসমাইল আলী ও সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন