নিজস্ব প্রতিবেদক:
অনলাইন নিউজ পোর্টাল বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম(bdsomachar24.) এর ২য় বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলানায়তনে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাব এর সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
বিডিসমাচার ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ মহসিন হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২( মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম বলেন, বিডিসমাচার ২ টি বছর পেরিয়ে ৩য় বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে পত্রিকাটির সাংবাদিক ও কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম এর পাঠক, শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানাচ্ছি।
.
তিনি আরো বলেন,মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধিশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এ গণমাধ্যম পত্রিকাটি ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে এবং অর্জন করেছে জনপ্রিয়তা। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম।
.
বিডিসমাচার প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। আগামী দিনেও বিডিসমাচার দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা রইল। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
.
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় ইতিমধ্যে বাংলাদেশ বিশ্বব্যাপী নজর কেড়েছে, অর্জন করেছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা। আমি আশা করি, বিডি সমাচার টুয়েন্টিফোর ডটকম পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকন্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
.
বিডিসমাচার এর সহ-সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক খান এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকী, পাঠক সংবাদ এর সম্পাদক সাইফুল ইসলাম রনি, বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ নাজমুল হান্নান, ছাত্র নেতা নেছার পাটওয়ারী,বিডি সমাচার এর চীফ রিপোর্টার মোঃ আলআমিন ভূঁইয়া, সহ-সম্পাদক মোঃ,সোয়াইব পাটওয়ারী, শাওন চন্দ্র দাস,সহ-সম্পাদক, আল-আমিন তালুকদার, সায়েদ জাবের চৌধুরী, স্টাফ-রিপোর্টার রাজীব আহমেদ,মোঃ সাইফুদ্দিন প্রমুখ।আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য, বিডি সমাচার এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংবাদ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন কে শিক্ষা বিষয়ক সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।