অনলাইন ডেস্ক:
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক হান্নান খান আর নেই। তিনি সোমবার(২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
হান্নান খান এটিএন বাংলার সাবেক যুগ্ম বার্তা সম্পাদক। এছাড়াও তিনি দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া সাংবাদিকতা ছাড়াও তিনি একজন জনপ্রিয় ধারাভাষ্যকার ছিলেন। একজন সাবেক ক্রিকেটারও ছিলেন হান্নান খান।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে হান্নান খানের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
[সূত্র-কালের কন্ঠ]