নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও কলাবাগান ক্রীড়া চক্র ক্রিকেট টিমের সাবেক কোচ, প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক, জালাল আহমেদ চৌধুরী আজ (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।আজ বাদ আসর নিউ পল্টন খেলার মাঠে জানাজা নামাজ শেষে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। অতঃপর কলাবাগান ক্রীড়া চক্রের সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কলাবাগান ক্রীড়া চক্রের পক্ষে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনায় মহান রাব্বুল আলামিনের নিকট মোনাজাত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলাবাগান ক্রীড়া চক্রের কর্মকর্তা ইকবাল ইউসুফ চৌধুরী নিকু, মশিউর রহমান টুটুল, আজমল হুদা, মাসুদুর রহমান মুকুল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর প্রমুখ।