অনলাইন ডেস্ক:
জনপ্রিয় অভিনেতা অপূর্ব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টায় অপূর্ব হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তার অবস্থার উন্নতি হয়েছে। অপূর্ব এখন দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান সোশ্যাল সাইটে জানিয়েছেন, ‘অপূর্ব ভাইয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আজ বিকেলে /আগামীকাল সকালে তাকে কেবিনে স্হানান্তর করা হবে বলে জানিয়েছেন মেডিসিন ও আইসিইউ কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন আহমদ।আপনারা সবাই প্রিয় এই মানুষের জন্য দোয়া করবেন।’
এর আগে ‘বড় ছেলে’ খ্যাত আরিয়ান জানিয়েছিলেন, ‘কয়েক দিন পূর্ব থেকে অপূর্ব ভাইয়ের জ্বর জ্বর ভাব ছিল। দুদিন আগে করোনা পজিটিভ রেজাল্ট আসে। গতকাল মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রক্তের বেশ কটি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে, যার ফলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তাদের কথামতোই চিকিৎসা চলছে। তার জন্য প্রার্থনা দরকার।’