অনলাইন ডেস্ক:
মার্কিন বিশ্ববিদ্যালয়ের একজন চীনা গবেষককে জেল থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন ক্যালিফোর্নিয়ার আদালতের বিচারক। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিরোধিতার ব্যাপারে চীনের সেনাবাহিনী এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে।
ক্যালিফোর্নিয়া আদালতের বিচারক কেনডেল নিউম্যান বলেছেন, অভিযুক্ত ডা. জুয়ান ট্যাং কারাগার থেকে ছাড়া পাচ্ছেন। তবে ওই নারী গবেষক চাইলে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা এমন কোনো নারীর বাসায় থাকতে পারবেন, যাকে তিনি চেনেন না। তবে সে ক্ষেত্রে সাড়ে সাত লাখ ডলার জামানত রাখতে হবে।
যদিও ওই গবেষক এখনই জেল থেকে বের হতে চান না। তার পক্ষের আইনজীবী এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার ব্যাপারে অন্য আদালতের দ্বারস্থ হতে চান।
জানা গেছে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ওই চীনা ক্যান্সার গবেষকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ রয়েছে। গত ২৩ জুলাই থেকে সেই অভিযোগে তাকে কারাগারে আটকে রাখা আছে।
আর তিনি এর আগেও বলেছেন, চীনের সেনাবাহিনী কিংবা কমিউনিস্ট পার্টির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু মার্কিন গোয়েন্দারা তার পাসপোর্ট জব্দ করে কারাগাে পাঠায়।
সূত্র : এপি