ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভা এলাকার শ্যামপুর জামে মসজিদের তিনতলা ভবণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল
বুধবার ( ১লা জুন) সকালে মসজিদ ভবনের এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি। সামাজিক অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যয় নির্ধারনে তিনতলা বিশিষ্ট ভবনের ভিত্তি দেওয়া হলেও প্রথম পর্যায়ে দ্বিতল ভবন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম।
এ সময় মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবলী সাদিক এমপি। পরে তিনি মসজিদ নির্মান ব্যয় বাবদ নিজস্ব তহবিল থেকে ১ লক্ষ টাকা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, সাধারণ-সম্পাদক ও ৪নং ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভূট্টু, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ আব্দুর রেজা, সমাজসেবক আব্দুর রশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।