ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ-সম্পাদক হাসিবুর রহমান বাবু (৪৫) মারা গেছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫ টার সময় দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা জান।
হাসিবুর রহমান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোতালেব নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ক্রীড়াপ্রেমী ও একজন ভালো ফুটবলার হিসেবে মানুষের কাছে ছিলেন বেশ পরিচিত।
তার জানাযার নামাজ বাদ আসর উপজেলার ওসমানপুর কওমি মাদ্রাসায় সম্পন্ন শেষে মাদ্রাসার পাশেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। এ সময় মরহুমের ভাই, বন্ধু, আত্মীয়স্বজন, স্থানীয় মুসল্লীরা ছাড়াও জেলা উপজেলার নেতৃবৃন্দরা জানাযার নামাজে শরিক হবেন বলে জানা গেছে।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মাতা, স্ত্রী ও ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
বিএনপির এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন সহ জেলা-উপজেলার নেতৃবৃন্দরা।