ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, আব্দুর রহিম সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা হল রুম কেন্দ্রে একটানা এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ উপজেলার একটি পৌর সভাসহ ৪টি ইউনিয়নের ৬৮জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করেন। এতে ১৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুর রহিম ৩৫ ভোট পাওয়ায় উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার তাকে বেসরকারিভাবে নির্বাচিত সদস্য ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ›দ্বী এ্যাডভেকেট রবিউল ইসলাম পেয়েছেন ২৭ ভোট।
ক্যাপশনঃ দিনাজপুর জেলা নির্বাচন পরিষদে ১৩ নং ওয়ার্ডে নির্বাচিত সদস্য আব্দুর রহিম
এস এম আরিফুল ইসলাম জিমন
ঘোড়াঘাট, দিনাজপুর।
তাং- ১৭/১০/২০২২ইং
মোবাইলঃ ০১৭১১৫৯৬০৫৪
——————————————-এ ভুলের দায় কার?
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুুরের ঘোড়াঘাটে জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে দুই রকম ফলাফল সীট প্রদর্শিত হওয়ায় এ ভুলের দায় কার?
জানা গেছে, গতকাল সোমবার দিনাজপুর জেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নে ৬৮ জন ভোটার ভোট প্রদান করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন শেষে ২টা ২০মিনিটে ভোট গণনা শেষ হয়।
গণনা শেষে ফরম-ঞ (বিধি ৩৯ দ্রষ্টব্য) অনুযায়ী চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে আজিজুল ইমাম চৌধুরী চশমা মার্কায় ভোট পান ২১টি, তৈয়ব উদ্দিন চৌধুরী মোটর সাইকেল মার্কায় ভোট পান ২৬টি ও দেলোয়ার হোসেন আনারস মার্কায় ভোট পান ২১টি। উক্ত ফলাফল সীটে প্রিজাইডিং অফিসার ধ্বীরাজ সরকার উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বাক্ষরিত ফলাফল সীট ভোট কেন্দ্রের বাহিরে টাঙ্গানো হয়। ফলাফল সীটটি বিভিন্ন সংবাদকর্মী সহ বিশিষ্টজনদের হাতে হাতে চলে যায়। এর কিছুক্ষন পরেই পূর্বের ফলাফল সীট তুলে ফেলে একই ব্যক্তি স্বাক্ষরিত আর একটি ফলাফল সীট সেখানে টাঙ্গানো হয়। এতে দেখা যায়, আজিজুল ইমাম চৌধুরী চশমা মার্কায় ভোট পেয়েছেন ০৩টি, তৈয়ব উদ্দিন চৌধুরী মোটর সাইকেল মার্কায় ভোট পেয়েছেন ১৪টি ও দেলোয়ার হোসেন আনারসক মার্কায় ভোট পেয়েছেন ৫০টি। এছাড়া একটি ভোট বাতিল দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় প্রিজাইডিং অফিসার ধ্বীরাজ সরকারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি স্বীকার করেন, পূর্বের টাঙ্গানো ফলাফল সীট ভূল ছিল এবং পরবর্তী ইভিএম থেকে বের হওয়া সীটটি সঠিক।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুই রকম ফলাফল শীট।