ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদ মঞ্জুর খান প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও একশন এইড বাংলাদেশ অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন।