ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাইফুল আলম বাদশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রাণীগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল হাকিম দুলু, যুগ্ম-সম্পাদক আইনুল হক সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম শান্ত, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক নাঈম খান নিরব, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সুমন শাহ, সাবেক ছাত্রনেতা সোহেল প্রধান, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল, হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, বিরামপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জশী সহ ৪ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।