আরিফুল ইসলাম জিমন,ঘোড়াঘাট◊◊
সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে একটি শিশুর মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সকল ডাক্তার, নার্স ও ইপিআই কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানান, এ উপজেলায় স্থায়ী ১টি ও অস্থায়ী ৯৬ টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১ মাস বয়সী ১হাজার ৪৬০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ৪৯৩ জন শিশুকে ১টি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কার্যক্রমকে এগিয়ে নিতে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সরকারিভাবে ২৪ জন ও ১৯৪ জন স্বেচ্ছাসেবী টিকাকর্মী কাজ করছে। এছাড়াও মোট ১৪ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে।