আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ট্রাকটির হেলপার বেল্লাল হোসেন (২০) গুরুতর আহত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে তার বাম পা।
রবিবার (৪ ডিসেম্বর) ভোর পোনে ৬টায় উপজেলার রানীগঞ্জে শিমলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
গুরুতর আহত ট্রাকটির হেলপার বেল্লাল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের জামাদ আলীর ছেলে।
ফায়ার সার্ভিসসের পক্ষ থেকে জানানো হয়, একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঠাকুরগাঁও গামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং কেবিনের মধ্য থাকা হেলপার গুরুতর আহত হয়ে ওখানেই আটকা পড়ে যায়। পরে আমরা ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির কেবিন কেটে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে আসি।
এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকের হেলপারটিকে বাম পা ভাঙ্গা অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক ভাবে শুধুমাত্র একটি স্যালাইন পুশ করিয়ে দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।