ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সেচ্ছাসেবী সংগঠন আমাদের পৃথিবী’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ-সম্পাদক সাইদুর রহমান পল্টুর সন্চালনায় উপজেলা মডেল মসজিদে প্রায় ৪০০ শত মুসল্লির উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দিনাজপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, ঘোড়াঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সংগঠনটির সকল স্তরের নেতাকর্মীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।
Tags: আমাদের