রাজিবুল হাসান,রাজবাড়ী থেকে ফিরে♦
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়।
আজ (২৬ সেপ্টেম্বর) সোমবার রাত ৮ টার সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত সাংগঠনিক মাস সেপ্টেম্বরকে সফল ও সার্থক করার লক্ষে এ কর্মসূচি অংশ গ্রহণ করা হয়েছে।
দলের রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় সূত্রমতে, রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও সদস্য সংগ্রহ কর্মসূচি ব্যাপক ভাবে নেওয়া হয়েছে।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এমপি কাজী কেরামত আলী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাজিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড.আয়মুল হাসান সুমন,রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রমূখ।