স্টাফ রিপোর্টার,গাইবান্ধা◊◊
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবাম ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে ও “মানব সেবাই আমাদের মুল লক্ষ্য” এর প্রচেষ্টায় অসহায় পঙ্গু এক বৃদ্ধা মহিলার হাতে হুইল চেয়ার তুলে দেয়া হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর বারনীতলা পাড়ায় আনোয়ারা বেগম নামে এক মহিলাকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
মানব সেবার লক্ষ্য নিয়ে ও অসহায়দের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানব সেবাই আমাদের মুল লক্ষ্য নামে একটি পেইজ খোলা হয়। এই পেইজ থেকে গত ২মাস আগে উক্ত আনোয়ারা বেগমের হুইল চেয়ারের আকুতি নিয়ে একটি ভিডিও লাইভে প্রচার করা হয়। ফেসবুকের মাধ্যমে ঢাকাস্থ আবাম ফাউন্ডেশন বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং একটি হুইল চেয়ার কিনে জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার মাধ্যমে প্রেরণ করে প্রেরিত হুইল চেয়ারটি শনিবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু,গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মানব সেবাই আমাদের মুল লক্ষ্য পেইজের এডমিন জিল্লুর রহমান,মানব সেবাই আমাদের মুল লক্ষ্য পেইজের সহকারী এডমিন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়াই ও সাহায্যের হাত বাড়িয়ে দেই।
এই পেইজের মাধ্যমে একদম তৃণমূল থেকে অসহায়দের তথ্য সংগ্রহ করে বিভিন্ন বিত্তশালীদের সহযোগিতা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। আমরা আপনাদের প্রেরিত জিনিস প্রকৃত দুস্ত,অসহায় ও পঙ্গু ব্যক্তিদের মাঝে সদ্ব্যবহার হবে ইনশাআল্লাহ।