শহিদুল ইসলাম,গাজীপুর থেকেঃ
বুধবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় উদ্যোক্তাদের মাঝে ঋণ ও চারা বিতরণ করা হয়েছে।
এসময় ১৩ জন উপকারভোগী সদস্যের মাঝে ২৩ লক্ষ ৫০হাজার টাকা ও বন বিভাগের সহায়তায় ফলজ ও বনজের ২০০ গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ,গাজীপুর জেলা উপ- পরিচালক এ এস এম সোলায়মান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার। বিআরডিবির চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় প্রমূখ।
উপকারভোগী সদস্যরা জানান, করোনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের পাশে বিআরডিবির মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বক্তরা বলেন, কৃষি,মৎস্য,প্রাণী সম্পদ,কুটির শিল্পের বিকাশ বিআরডিবির হাত দিয়ে যাত্রা শুরু হয়। বিআরডিবি প্রশিক্ষণ দিয়ে মানুষে সচেতন করে বাল্যবিয়ে,মাদক,যৌতুক, ইভটিজিং, জঙ্গিবাদ,সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করছে।