আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী থেকে কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ছয়টি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। এসময় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প টিম। ১৫ সেপ্টেম্বর বুধবার রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নর বিশ্রামগাছী গ্রাম থেকে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ওই ছয়টি তক্ষক উদ্ধার করা হয়। এসময় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শাহজাহান (৪০),ওসমান গণি (৪০),জাকির হোসেন (২৬) ও সাহাবুল (৩৫)। তারা গাইবান্ধা জেলার বাসিন্দা। সেসময় তাদের ৬/৭ জন সহযোগী পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।