জি.এম.ভুইয়া,ময়মনসিংহ থেকে♦♦
উপমহাদেশের অন্যতম সূফী সাধক, শতাব্দীর মহান মোজাদ্দেদ হজরত মাওলানা শাহসূফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) এর মেঝ সাহেবজাদা ময়মনসিংহের লালকুঠি পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহসূফী খাজা মুহম্মদ সাইফুদ্দীন শম্ভুগঙ্জী এনায়েতপুরী (রহ.) এর পবিত্র ফাতেহা শরীফ লালকুঠি দরবার শরীফে শুক্রবার বাদ জুমা থেকে শুরু হয়েছে।
এই মহান আল্লাহর অলি খাজা শুম্ভগনজী (রহ.) এর হাজার হাজার আশেকান, জাকেরান, ভক্ত মুরিদান দেশের বিভিন্ন স্থান থেকে দরবার শরীফে উপস্থিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করার পর খাজা শুম্ভগনজী (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে ফাতেহা অনুষ্ঠান শুরু হয়। পাঁচ ওয়াক্ত নামাজ, দফায় দফায় নফল নামাজ, মিলাদ মাহফিল, মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার সকাল ১০টায় ধর্মের তলোয়ার গাউসুল আযম খাজা বাবা সাইফুদ্দিন এনায়েতপুরী শুম্ভগঞ্জী (কু.ছে.আ.) পাকের মাজার জিয়ারতের মাধ্যমে ফাতেহা শরীফের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
দরবারের বর্তমান সাজ্জাদানশীন হুজুর হযরত শাহসূফী খাজা মুহম্মদ সুজা উদদৌলা শুম্ভগনজী এনায়েতপুরী নক্সবন্দী মোজাদ্দদী (মা. জি. আ.) সাহেবের নেতৃত্বে সমগ্র ফাতেহা শরীফ তত্ত্বাবধান করছেন খাজা বাবা সাইফুদ্দীন শম্ভুগঙ্জী (রহ.) এর কনিষ্ঠ সাহেবজাদা ও মুজাদ্দদীয়া তরিকত মিশনের পরিচাল হযরত মাওলানা শাহসূফী খাজা মুহম্মদ আলাউল হক (অলি) শুম্ভগনজী -এনায়েতপুরী, নক্সবন্দী – মোজাদ্দদী (মা.জি.আ.)।