অনলাইন ডেস্ক♦♦
রাজধানীর জুরাইনে কুড়িয়ে পাওয়া টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ।সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে জুরাইন রেলগেইট এলাকায় ডিউটি করার সময় একটি মানিব্যাগ পান এএসআই ইয়াসমিন।
পরে তিনি এস আই মৃত্যুঞ্জয় ও ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসকে জানান। বিষয়টি উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইমাম (ট্রাফিক) জানানো হয়। তাঁর নির্দেশনায় মানিব্যাগে থাকা কাগজ পত্রে থাকা একটি নম্বরে ফোন করলে আজিজ ফরাজি নামে এক ব্যাক্তি কথা বলেন।
পরে তাঁকে প্রমানাদিসহ জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে আসতে বলেন পুলিশ। হারানো মানি ব্যাগে ১০ হাজার টাকা, এটিএম কার্ড জাতীয় পরিচয়পত্রসহ কিছু গুরুর্ত্বপূর্ন কাগজপত্র পাওয়া যায়।
ট্রাফিক পুলিশ যাচাই-বাচাই করে মানিব্যাগের মালিক আজিজকে অন্যান্য অফিসারদের সামনে ফেরত দেওয়া হয়।
হারানো মালামাল পেয়ে আজিজ বলেন, তাঁর গ্রামের বাড়ী কুমিল্লায়। তিনি কদমতলী থানার মোহাম্মদবাগে থাকেন। পেশায় তিনি একজন গাড়ীর ইঞ্জিন মিস্ত্রি।
আজ সকালে মোহাম্মাদবাগ থেকে তাঁর কর্মস্থলে যাওয়ার পথে কোন এক সময় মানিব্যাগটি হারিয়ে ফেলে। আজ তাঁর কিস্তি ছিল,এটি তাঁর কিস্তির টাকা। এগুলো ফেরৎ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে তিন।