স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের কালীগঞ্জে ছওয়াব’র অর্থায়নে প্রফিট ফাউন্ডেশনের বাস্তবায়নে রমজান ফুট প্যাকেজ পেল ৩৫০ টি পরিবার। শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার চামটাহাট উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। ফুট প্যাকেজের মধ্যে ছিল, চাল দশ কেজি, আটা পাঁচ কেজি, সয়াবিন তেল দুই লিটার, মসুর ডাল দুই কেজি, খেজুর দুই কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, মরিচ গুঁড়া ২শ গ্রাম, হলুদ গুঁড়া ২শ গ্রাম, ধনিয়া গুঁড়া ২শ গ্রাম। প্রধান অতিথি বক্তব্যে বলেন এই ধরনের মানবিক কর্মসূচি প্রকৃত পক্ষে প্রফিট ফাউন্ডেশন এই জেলায় ব্যাপক ভাবে করে আসছে বলে আমি মনে করি তাই সংস্থাটিকে ধন্যবাদ জানাচ্ছি যাতে করে আগামীতে আরো এই ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি ব্যাপকভাবে করতে পারে। প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ আব্দুল কাদের, পিএফ এর নির্বাহী পরিচালক, নুরুজ্জামান আহমেদ, চামটা হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলাম মোস্তফা লেবু, ছওয়াব এর সহকারি কো-অর্ডিনেটর আবু সাঈদ প্রমুখ।