শহিদুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধামন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর বিআরডিবি‘র উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এমসয় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন জয়।
পরে ক্ষতিগ্রস্ত ১৮ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৩৬ লক্ষ টাকার প্রনোদনার ঋণের চেক ও এক শত ফলজ গাছের চারা বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি।