শহিদুল ইসলাম,গাজীপুর থেকে:
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় চারটি অবৈধ করাতকল মালিককে ভ্রাম্যমাণ আদালতে প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি । তিনি বলেন, চারটি অবৈধ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন- বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী ও বিভিন্ন বন বিটের স্টাফ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।