নিজস্ব প্রতিবেদক♦♦
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকায় প্রায় ৩ কিলোমিটার মিটার অবৈধ গ্যাস সংযোগ থেকে ১৫’শ পরিবার বিচ্ছিন্ন ও ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা সহ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল (১৪ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে প্রায় ২ ঘটিকা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার মেজবাহ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারশিদ বিন এনাম ও শৃঙ্খলা রক্ষায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তা।

এবিষয়ে জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ফারশিদ বিন এনাম বলেন, সোনারগাঁয় বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, আমরা প্রতিনিয়ত এ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষে কাজ করে যাচ্ছি। আজকের কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকায় প্রায় ৩ কিলোমিটার মিটার দৈর্ঘ্যে ব্যাপি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছি। এবং এলাকার অভিযুক্তদের থেকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সুতরাং ভবিষ্যতেও আমাদের এ কাজ অব্যাহত থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার মেজবাহ উদ্দিন দৈনিক সকালের কাগজে বলেন, আজকের কাঁচপুর পশ্চিম বৈহাকৈর এলাকার সচিব রোড থেকে ম্যাজিস্ট্রেট বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার মিটার দৈর্ঘ্যে এর ১৫’শ পরিবারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এলাকার অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অবৈধ গ্রাহকদের জন্য, বৈধ গ্রাহকরা ঠিক মতো গ্যাস পায় না। এধরনের দেশে অবৈধদের কারণে, গ্যাস শূণ্যের দিকে নেমে এসেছে। এতে করে দেশের সরকারও লাভবান হচ্ছে না। অন্যদিকে দেশের বৈধ গ্রাহকরা রান্না-বান্না শান্তিপূর্ণ ভাবে করতে পারে না। সুতরাং এধরনের অবৈধদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা সহ পরবর্তী অভিযান অব্যাহত থাকবে।