আব্দুল হালিম নিশাণ♦♦
নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুর ব্রীজে রাতের আঁধারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন যুবক গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটে।
গতকাল (২৯ মে) সোমবার রাত ১০ ঘটিকার সময় কাঁচপুর ব্রীজের উপর পথচারী একজন অজ্ঞাতনামা শ্রমিক যুবককে একটি মটরসাইকেল ছিনতাই চক্রের তিনজন ব্যক্তি এসে ছুরির আঘাতে রক্তাক্ত্য জখম অবস্থায় সঙ্গে থাকা মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিয়ে দ্রুতবেগে চলে যায়।
এবিষয়ে মটরসাইকেল আরহী সোহরাব নামের এক ব্যক্তি দৈনিক সকালের কাগজকে জানান, গতকাল সোমবার রাত ১০ ঘটিকার সময় একজন পথচারী শ্রমিককে হঠাৎ মটরসাইকেলে ছিনতাইকারী চক্রের তিনজন ব্যক্তি ছুরিকাঘাতে রক্তাক্ত্য জখম অবস্থায়, সঙ্গে থাকা মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে দ্রুতবেগে তারা উধাও হয়ে পড়ে। এমন ঘটনার বিষয়টি আমার নজরে আসলে, আমি দ্রুত ঘটনায়স্থলে এগিয়ে যাই। এমতাবস্থায় চক্রটি আমাকে লক্ষ্যে করে, তারা দ্রুতবেগে উধাও হয়ে যায়। যার কারণে তাঁদেরকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এবিষয়টি স্থানীয় হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ একটু নিবিড়ভাবে গুরুত্ব দিলে। এধরনের অভিযুক্ত ছিনতাইকারী চক্রকে দমন করা সম্ভব বলে মনে করেন।
সোহরাব আরও জানান, আমি প্রতিনিয়ত সিদ্ধিরগঞ্জ থেকে আমার নিজস্ব ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, কাঁচপুর ব্রীজ দিয়ে রাতের আঁধারে চলাচল করে থাকি। সুতরাং এমন ঘটনার চিত্র প্রতিনিয়ত আমার চোঁখে ধরা পড়ে। কিন্তু স্থানীয় প্রশাসনের কোন প্রতিকার নেই !
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম জানান, আমরা প্রতিনিয়ত তৎপর রয়েছি। গতকালকেও কাঁচপুর ব্রীজের নিচে সেনপাড়া এলাকায় একজন ছিনতাইকারীকে আমরা আটক করে, সোনারগাঁ থানা পুলিশকে আসামি হস্তান্তর করি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভাই আমি বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। এবিষয় একটি অজ্ঞাতনামা মামলা নিয়ে, আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।
সোনারগাঁ থানার ওসিকে বিষয়টি বার বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও, কোন প্রকার দায়িত্ববোধ গ্রহণ করেননি।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ভাই এধরনের ঘটনার বিষয়টি আমাদের পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে সক্ষম হই। অন্যথায় আইনগত ব্যবস্থা আমরা কিভাবে নিব। এধরনের ঘটনার প্রেক্ষিতে, আমরা গত দুইদিন ধরে নারায়ণগঞ্জের হাইওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি। সুতরাং তারপরেও আমি থানা পুলিশকে বিষয়টি অবহিত করব বলে জানান তিনি।