সম্রাট আকবর, নোয়াখালী থেকেঃ
ভাগ্য ক্রমে রাজশাহী জেলায় জন্ম আমার । সেই সূত্রে রাজশাহী তথা সারাবাংলার গর্ব কন্ঠ রাজ এন্ড্রু কিশোর দাদার সাথে আমার পরিচয় এবং এক সাথে গান নিয়ে বসার সৌভাগ্য হইছিলো। দাদা মারা যাওয়ার পর ওনার সমাধির সময় ছিলাম আমি। অনেক কিছু দেখেছি আমি। সেই অভিজ্ঞতা থেকে রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে আমি এই গানটি লিখলাম। তারপর সুর দেয়া হোলো।। গানটির নাম : লাশ গানটি আমার কাছে শ্রেষ্ঠ একটি গান। গানটির সংগীত করেছেন : সাউন্ড হ্যাকার কথা-সুর ও শিল্পী : আমি মাজেদুর মানিক আমার নিজের youtube চ্যানেল এ গানটি আসবে। গানটির ভিডিও এবং এডিট করেছেন আক্কু ম্যান। অনেক ভালো ভিডিও করেন তিনি। সবাই আমার আথে থাকবেন দোয়া রাখবেন। ভালোথাকবেন সাবধানে থাকবেন। ধন্যবাদ