নারায়ণগঞ্জ প্রতিনিধি◊◊
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন এনটিভির নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি নাফিজ আসরাফের একটি অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া অডিওতে নাফিজ আসরাফ সম্প্রতি সাপ্তাহিক বিষের বাশি পত্রিকার একটি অনুষ্ঠানের নিউজ এনটিভিতে প্রচার না হওয়া এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে তোলপাড় সৃষ্টি করা কথা বলেছেন। তিনি বলেছেন, শামীম ওসমান নাকি ফোন করে তার নিউজ আটকে দিয়েছে। সে এটাও বলেছে, শামীম ওসমান ৪০ কোটি টাকা খরচ করেও আওয়ামীলীগের সেক্রেটারী হতে পারেননি। এছাড়া নাফিজ আসরাফ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচন নিয়ে বলেছেন, ১১ পদের মধ্যে ৬টি পদে তাদের জিততে হবে, তা নিয়েই মাঠে নেমেছেন তারা। আর নারায়ণগঞ্জের নিন্ম আদালত শামীম ওসমানের অর্ডারের বাইরে যায় না। অডিওটি চলতি বছরের ১২ জানুয়ারির কথোপকোথন।
তাদের দুইজনের কথোপকোথনের বর্ণনা এখানে তুলে ধরা হলো। এবং নিচে অডিও এর লিংক দেয়া হলো।
ওই প্রান্ত থেকে এনটিভিতে নিউজটি প্রচার না হওয়ার বিষয়ে নাফিজ আসরাফকে জানানো হয়। তখন নাফিজ আসরাফ বলেন ‘‘আসল জিনিসটা তো বাইর করতে পারছেন। এই নিউজটা আটকাইয়া দিছে আমাগো ফোন কইরা। এই যে শামীম ওসমান যেভাবে নাক গলায় শামীম ওসমানের কথায়ইতো না কইরা দিবো। যে শামীম ওসমানকে বোরকা পরাইয়া আপনি পার কইরা দিয়া আইছেন বর্ডার। সেই শামীম ওসমানই তো নাকি? ৪০ কোটি টাকা দিয়া সেক্রেটারী হইতে পারলো না বেচারায়। আর একটি টেলিভিশনকে ফোন কইরা আমাগো নিউজ আটকাইয়া দেয়”।
এরপর নাফিস আশরাফ বলেন, কাইলকা তো আমাদের প্রেসক্লাবের নির্বাচন। ওই প্রান্ত থেকে বলা হয় ‘ও আগামীকাইল’। তখন নাফিস আশরাফ বলেন, ‘হ, এইটা নিয়া একটু দৌড়া দৌড়ি, ভোট চাওয়া চাওয়ি, এটার লবি টবি করা, এগুলি নিয়া আছি কয়দিন যাবত। ওই প্রান্ত জানতে চাওয়া হয় ‘কি অবস্থায় আছেন এখন মামা ইলেকশনটা’। নাফিজ আশরাফ দীর্ঘ নি:শ্বাস ফেলে বলেন,‘ওরা তো ম্যাজোরিটি, কিন্তু আমরা মাইনোরিটি হইয়া ফিল্ড তো ভালো কইয়ারা ফালাইছি মনে হয়। কালকা ইলেকশন হইলে বুঝা যাইবো। ওই প্রান্ত থেকে বলা হয়, ‘৪জন যে হাইকোর্ট থেকে ইয়া দেয়ার কথা
ছিল’? উত্তরে নাফিজ আশরাফ বলেন, ‘ওইগুলি নিন্ম আদালতে পাঠাইয়া দিছে। গতকালকে ওরা নিন্ম আদালতে জমা দিছে, আজকে কি করে বলা যায় না। দেখা যাক। নাফিজ আশরাফ আবার বলেন, নিন্ম আদালত তো শামীম ওসমানে অর্ডারের বাইরে যায় না কিছু। এই গিলির আশা বাদ দিয়া দিসি। এই গিলির আশা বাদ দিয়া ইলেকশনেই ফাইট। আশা করি আমরা যেভাবেই হোক ৬টা অন্তত বাইর কইরা আনতে হইবো। আমরা ওইভাবে নামছি আর কি। তখন ওই প্রান্ত থেকে বলা হয় ‘প্রেসিডেন্ট, সেক্রেটারী, ক্যাশিয়ার’ এই তিনজন ঠিক কাইয়া রাইখেন। ওই প্রান্তের কথা শেষ না হতেই নাফিজ আশরাফ বলেন, এই তিনজনসহ আরও তিনজন মোট ৬জন। আর ৬জন না হলে তো কাজ করতে পারে না। ৬জনই ম্যাজোরিটি। আর ৫জন মাইনোরিটি। ১১ জনের কমিটি তো, ৬জন হইতে হইবো।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ জানুয়ারি নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পাঠাগারে সাপ্তাহিক বিষের বাঁশীর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আইভী, মন্ত্রী গাজী ও নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। আর ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন হওয়ার কথা ছিল। ১২ তারিখ মামলার কারণে বন্ধ হয়ে যায়।