নিজস্ব প্রতিবেদকঃ
মদনে এতিমখানার টাকা আত্মসা’ৎকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলনেত্রকোণার মদন উপজেলার পাছআলমশ্রী কওমী ও এতিমখানা মাদ্রাসায় এতিমদের টাকা আত্মসাৎকারীদের বিচারের দাবিতে রোববার ( ৬ সেপ্টেম্বর) জনতা বাজারের সামনের সড়কে এলাকাবাসী ঘন্টাব্যাপি মানববন্ধনও বিক্ষোভ মিছিল করেছে।
সুষ্ঠু তদন্ত ও আত্মসাৎকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,উক্ত মাদ্রাসার কমিটির সদস্য মোঃ তারা মিয়া, সচেতন নাগরিক মোঃ সারোয়ার জাহান সবুজ,আইনূল হক,খান বাহাদুর,মামুনুর রশিদ,তফুর মিয়া,কাদির প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে গ্রামবাসীসহ এলাকার সচেতন নাগরিক সমাজের লোকজন উপস্থিত ছিলেন।