নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে কাজ করার অভিমত ব্যক্ত করেন। উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে পরিবেশ বিপর্যয় রোধে নারীদের মাঝে জনসচেতনতা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে সব আছে সেমিনার আয়োজনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের জন্য কাজ করবেন বলে জানান। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ—সভাপতি ডা. সাকিরা নোভা (ঢাকা), দিনা আমিন (নারায়ণগঞ্জ), সেলিনা চৌধুরী (ঢাকা), শিলা মহসিন (ঢাকা), অধ্যাপক আক্তার বানু আলপনা (রাজশাহী), রোকসানা আইভি (বরিশাল), নাসরিন রহমান ফাতেমা (ময়মনসিংহ), কবি সৈয়দা হাবিবা মুস্তারিন (ঢাকা), যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা (ময়মনসিং বিভাগ), রিতু আক্তার (রংপুর বিভাগ), কাজী ফাবিয়া আক্তার ক্ষমা (ঢাকা বিভাগ), এ্যাড. আছিয়া মাহজাবিন খান নিশু (কুমিল্লা), নয়ন সেলিনা (কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দা ফারহান আক্তার ডিউ (ঢাকা মহানগর), তাসলিমা আক্তার শিমুল (বরিশাল বিভাগ), আঞ্জুমান আরা সাম্য (ঢাকা বিভাগ), মোছা: রাহেলা আক্তার (সিলেট বিভাগ), চন্দনা আহমেদ (রংপুর বিভাগ), সহ—সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাজী রুনা লায়লা (নরসিংদী), মমতাজ বেগম (ময়মনসিংহ), আলেয়া আক্তার হীরা (ঢাকা), অর্থ সম্পাদক মিতু রায় (সিলেট), সহ—অর্থ সম্পাদক সালমা আক্তার শান্তা (ঢাকা), হেলেনা জান্নাত মিলি (ঢাকা), দপ্তর সম্পাদক রিয়া আক্তার (ঢাকা), সহ—দপ্তর সম্পাদক ফারজানা আফর (ঢাকা), প্রচার সম্পাদক শামীমা রহমান (ঢাকা), সহ—প্রচার সম্পাদক শারমিন সুলতানা (রাজশাহী), মাসুমা আক্তার বৃষ্টি (সুনামগঞ্জ), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমি (ঢাকা), শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক তাহের আলী রুমা (পটুয়াখালী), সহ—শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শারমিন আক্তার জুই (রাজশাহী), নাসরিন আক্তার আইরিন (ঢাকা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি হাফছা নূর (ইংল্যান্ড), সহ—আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছাঃ সাবিহা আনসারী (রংপুর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমত আরা পারভীন (ঢাকা), সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শামিমা সোমা (ঢাকা), তথ্য ও গবেষণা সম্পাদক ফারহানা হক নীলা (ঢাকা), সহ—তথ্য ও গবেষণা সম্পাদক চৈতী দাস (পটুয়াখালী), ক্রীড়া বিষয়ক সম্পাদক মাকসুদা (রাজশাহী), সহ—ক্রীড়া বিষয়ক সম্পাদক মিতা ভূঁইয়া (মৌলভীবাজার), বনায়ন বিষয়ক সম্পাদক কবি রোকসানা মহুয়া (ঢাকা), সহ—বনায়ন বিষয়ক সম্পাদক সুমি আক্তার (মাদারীপুর), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সংগীতশিল্পী রোজিনা আক্তার (ঢাকা), সহ—সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি সুলেখা আক্তার (ঢাকা), কবি সেলিনা সাথী (নীলফামারী), নির্বাহী সদস্য আকতারী বেগম মিনা (ঢাকা), কামরুন নাহার নিলু (সীতাকুণ্ড), মিস কাকলি (বরিশাল)।