নিজস্ব প্রতিবেদকঃ
রাজনৈতিকভাবে হেয় করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহলের ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে অপপ্রচারের অপচেষ্টা করছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সম্প্রতি দুই একটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, আমি প্রতারক বা আমি পলাতক। আমি জানি কিছু ব্যক্তি দ্বারা গণমাধ্যমে জাল-জালিয়াতির কাগজপত্র উত্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে প্রকাশিত এই সব বানোয়াট তথ্য বা বক্তব্য আমার আত্মীয়স্বজন এবং ব্যবসায়িক ও ব্যক্তিগত বন্ধুরা দারুণভাবে ব্যতীত হয়েছেন। এর ফলে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।
জয় তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারাই অভিযুক্ত কোম্পানির দায়িত্বে থেকে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। যার মানি রশিদ আমাদের কাছে রয়েছে। উক্ত কোম্পানীর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি কোনো গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণ করিনি। প্রকৃতপক্ষে গ্রাহকরা আমাকে কোনদিন দেখেছেন কিনা তাও আমি জানিনা। উক্ত কোম্পানি কিছু সুবিধাভোগী আমার বিরুদ্ধে অহেতুক এবং তারা নিজেরা নিরাপদ হওয়ার জন্য আমার উপর দায় চাপানোর অপচেষ্টা করছেন। গ্রাহকদের কাছে আমার নিজেদের অপকর্ম আড়াল করার জন্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গ্রাহকদের কাছে আমাকে আত্মসাতকারী বানানো হচ্ছে।
তিনি আরো বলেন, কুচক্রীরা কিছু গ্রাহক কে ভুল বুঝিয়ে গণমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছেন। দুই একজন গ্রাহক এসব বিষয়ে উক্ত কোম্পানীর বিরুদ্ধে মামলা করলেও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। অথচ হঠাৎ করে সেই গ্রাহকই আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন কারো কারো ইন্ধনে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল আজহার ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আহমেদুর রহমান প্রমুখ।